সিলেটে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮১
সিলেট বিভাগে একদিনে করোনায় মারা গেছেন ১২ জন। একই সময়ে ৬৮১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত সক্রিয় রয়েছেন পাঁচ হাজার ৯৯২ জন। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৩১ জন। বাকি পাঁচ হাজার ৫৬১ জনই বাসাবাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এক হাজার ৮৬৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৫৫ শতাংশ। এ সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১২ জন।
রোববার (১৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩৩ হাজার ৩৫জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৬১৫ জন, সুনামগঞ্জে তিন হাজার ৬৫৪ জন, হবিগঞ্জে তিন হাজার ৭৬৪ জন, মৌলভীবাজারে চার হাজার ৩০২ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই হাজার ৭০০ জন।
নতুন করে শনাক্তদের ২২৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জে ৯৮ জন, হবিগঞ্জে ১০৫ জন ও মৌলভীবাজারে ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত হন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৫ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১২ জন রোগী। তাদের ১১ জনই সিলেট জেলার ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনায় মারা গেলেন মোট ৫৭০ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৫৮ জন, সুনামগঞ্জে ৪২ জন, হবিগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারের ৪৩ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।
গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫ জন, হবিগঞ্জ জেলার ১৮ জন, মৌলভীবাজারে ৪ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ৪৩১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৯৮ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ৬৫ জন ও মৌলভীবাজারে ২৫ জন ভর্তি রয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১৪১ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ১৪ জন সুনামগঞ্জে, ১৫ জুন হবিগঞ্জে, ৯ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৬ হাজার ৪৭৩ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ১৭৪ জন, সুনামগঞ্জে দুই হাজার ৯৫০ জন, হবিগঞ্জে দুই হাজার ২৬০ জন, মৌলভীবাজারে তিন হাজার ২০ জন ও ওসমানী হাসপাতালে ৬৯ জন। এদিকে সিলেটের চার জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৯২ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ছয়জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ৩৬ জন ও মৌলভীবাজারে ১৬ জন।
ছামির মাহমুদ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেনীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ৯.৯ ডিগ্রি
- ২ ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচনের শঙ্কায় জামায়াত প্রার্থীর অভিযোগ
- ৩ চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
- ৪ পোস্টাল ব্যালটে নিবন্ধন করেননি নোয়াখালীর ৭৯% নির্বাচনি কর্মকর্তা
- ৫ হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ