ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২১ জুলাই ২০২১

ভোলার লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় মো. ফারুক (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সবুজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফারুক লালমোহনের পৌর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি লালমোহন বাজারের চৌ-রাস্তা মোড় এলাকার জুতা ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়ী ফারুকসহ কয়েকজন মিলে গরু কোরবানি দেন। দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে সবুজবাগ এলাকায় রিকশায় করে বের হন। পরে একই এলাকার হাওলাদার বাড়ির দরজায় রিকশা থেকে নেমে ভাড়া দেয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস