ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরব নদী থেকে নিখোঁজ প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৩ জুলাই ২০২১

চুয়াডাঙ্গায় নিখোঁজের দুইদিন পর রিমন হোসেন (২৬) নামের প্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) সকালে বাড়ির পাশের ভৈরব নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

রিমন হোসেন জীবননগর পৌর শহরের লক্ষ্মীপুর ব্রিজ পাড়ার সাবেক কাউন্সিলার সামসুজ্জামান হান্নুর ছেলে।

নিহতের ভাই রিজভী আহম্মেদ বলেন, ঈদের দিন দুপুরে রিমন নিখোঁজ হন। গত দুইদিন আশপাশের কোথাও তাকে খুঁজে না পেয়ে বৃহস্পতিবার জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সকালে বাড়ির পাশের ভৈরব নদীতে স্থানীয়রা রিমনের মরদেহ ভাসতে দেখে খবর দেন। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস