ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইজিবাইকে পিকআপের ধাক্কা : আরও একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৯:২৬ এএম, ২৪ জুলাই ২০২১

বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইকের আহত আরও যাত্রী মারা হয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নুর মোহম্মদ (৬০) নামের ওই যাত্রী মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল সাতজনে।

নিহতরা হলেন, ফকিরহাটের নলধা মৌভোগ এলাকার দিলীপ রাহার ছেলে উৎপল রাহা (৪৫), একই এলাকার জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত (২৫) একই উপজেলার পারনওয়াপাড়া এলাকার কালিপদ দের ছেলে গৌড়নন্দ দে (৫০), রামপালের শ্রীফলতলা ইউনিয়নের চাকসি গ্রামের আব্দুল হাই (৫৫), বাগেরহাট সদরের দক্ষিণ খানপুর এলাকার মোনতাজ শেখের ছেলে নজরুল ইসলাম শেখ (৫০), রামপাল উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চাকসী এলাকার আলীর ছেলে নুর মোহম্মদ (৬০) ও একই এলাকার শেখ দলিল উদ্দিনের ছেলে ইজিবাইক চালক শেখ রেজাউল (৩০)।

jagonews24

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বলেন, ‘দুর্ঘটনায় আহত আরও এক ইজিবাইক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই পুলিশ পিকআপ চালক ওসমানকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন বেশ কয়েক বছর ধরে লাইসেন্স ছাড়াই পিকআপ চালাচ্ছিলেন। পিকআপের হেলপার হিসেবে থেকে গাড়ি চালানো শিখেন তিনি।

এরপর থেকে তিনি লাইসেন্স ছাড়াই গাড়ি চালিয়ে আসছিলেন। কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য কাগজপত্র জমা দিয়েছেন। তবে লাইসেন্স হাতে পাননি। এ ঘটনায় ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।’

এর আগে শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বৈলতলী প্রাইমারি স্কুলের সামনে পিকআপ ভ্যানের চাপায় ইজিবাইকের ছয় যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ সময় ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানচালক ওসমান গণিকে (২০) আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরার রঘুনাথপুরের সিদ্দিক হোসেনের ছেলে।

শওকত আলী বাবু/আরএইচ/জিকেএস