গাইবান্ধায় বাসার গেট থেকে পেট্রলবোমা-ককটেল সদৃশ বস্তু উদ্ধার
গাইবান্ধার সাদুল্ল্যাপুরে একটি বাসার গেট থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পেট্রলবোমা ও তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পোস্ট অফিস সংলগ্ন বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য নুরুল আমিনের বাসার গেট থেকে এগুলো উদ্ধার করা হয়।
নুরুল আমিন জানান, সকালে বাসার গেটে একটি পলিথিন মোড়ানো ব্যাগে দুটি বোতল দেখে সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানালে তারা পেট্রলবোমা ও ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, বোতল দুটিতে পেট্রলবোমা ছিল না। তবে বোতলের মুখ পর্যন্ত লম্বা কাপড় ছিল। এছাড়া কালো টেপ ও তার দিয়ে প্যাঁচানো তিনটি ককটেল সাদৃশ্য বস্তুও ছিলও পলিথিনে। সেগুলো প্রাথমিকভাবে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়। তবে এগুলো বোম বা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার জন্য বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।
জাহিদ খন্দকার/এএইচ/এমকেএইচ