ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন সেবা দিচ্ছে ছাত্রলীগ

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৬ জুলাই ২০২১

ফেনীর বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী বুথ বসিয়ে করোনা ভ্যাকসিনের বিনামূল্যে নিবন্ধন করে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে নিবন্ধন শেষে সংগঠনটির প্যাডে ভ্যাকসিন কার্ড প্রিন্ট করে দিচ্ছেন তারা। এতে করে ফেনীর প্রান্তিক জনপদের সাধারণ মানুষের মাঝে করোনা টিকার নিবন্ধন ও টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে।

সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বাসিন্দা যাটোর্ধ্ব আলী আকবর ছাত্রলীগের সহায়তায় বিনামূল্যে টিকার নিবন্ধন করতে পেরে বেশ খুশি। তিনি বলেন, ‘টেলিভিশনে দেখেছি করোনা ভ্যাকসিনের নিবন্ধন চলছে। কীভাবে কোথায় এটি করা যাবে তা নিয়ে ভাবছিলাম। সোমবার কুঠিরহাটে যাওয়ার পথে বোর্ড অফিসের সামনে ছাত্রলীগের স্থাপিত বুথ থেকে বিনামূল্যে নিবন্ধনটা সারলাম। আশপাশের লোকজনকেও নিবন্ধন করার জন্য বলেছি।’

সহজে নিবন্ধন করতে পারলে সবাই টিকা নেবেন বলেও মনে করেন এই বৃদ্ধ ব্যক্তি।

jagonews24

চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সৌরভ বলেন, ‘সহজে নিবন্ধন করতে পারায় দিনদিন মানুষের মাঝে টিকা গ্রহণের আগ্রহ বাড়ছে। আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অনেকের বাড়িবাড়ি গিয়েও নিবন্ধন করে দিচ্ছে।’

তিনি জানান, তার ইউনিয়নে দৈনিক পাঁচশতাধিক ব্যক্তিকে করোনা ভ্যাকসিনের নিবন্ধন করে দেয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনিসহ সংগঠনের নেতাকর্মীরা খুশি।

সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব রবিন বলেন, ‘গত কয়েকদিন বিভিন্ন ইউনিয়নে ঘুরে-ঘুরে করোনা নিবন্ধন বুথে স্বাস্থ্যবিধি পরিপালনের বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি। বৃদ্ধ ব্যক্তিরা নিবন্ধন বুথে এসেও স্বাস্থ্যবিধি মানতে চায় না। তাদেরকে সচেতন করার কাজও করছে ছাত্রলীগ। গত কয়েকদিনে সোনাগাজী উপজেলায় অন্তত ৮ হাজার মানুষ ছাত্রলীগের বুথ থেকে ভ্যাকসিন নিবন্ধন সেবা পেয়েছেন।’

jagonews24

ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ বলেন, ‘সব উপজেলায় ছাত্রলীগ নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে নির্দেশনা দেয়া হয়েছে। তারই আলোকে আমাদের নেতাকর্মীরা জনসাধারণকে বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন করিয়ে কার্ডগুলো প্রিন্ট করে দিচ্ছেন।’

ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক বলেন, ‘বর্তমানে শহর থেকে গ্রামের মানুষের মাঝে করোনার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। কিন্তু গ্রাম-গঞ্জের মানুষের মাঝে সচেতনতা নেই। ছাত্রলীগ নেতাকর্মীরা বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন করে দেয়ায় অনেকেই এখন টিকা গ্রহণে আগ্রহী হচ্ছেন।’

শুধু ছাত্রলীগই নয়; প্রান্তিক জনপদের মানুষকে সচেতন করে টিকা গ্রহণ ও স্বাস্থবিধি পরিপালনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নুর উল্লাহ কায়সার/এমআরআর/এএসএম