ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যানচাপায় ৪ সিএনজি যাত্রী নিহত

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ৩০ জুলাই ২০২১

গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ড ভ্যানচাপায় সিএনজির চারযাত্রী নিহত হয়েছেন। তবে নিহতের নাম ঠিকানা তৎক্ষণিক জানা যায়নি।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ী সদরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় প্রশিকা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৩০ জুলাই) বিকেলে যাত্রীবাহী একটি সিএনজি পলাশবাড়ীর দিকে যাওয়ার পথে উত্তর বাসস্ট্যান্ড সংলগ্ন প্রশিকা অফিসের সামনে পৌঁছালে রংপুরগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

গাইবান্ধা সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ঠিকানা পরে জানানো হবে।

জাহিদ খন্দকার/এএইচ/জেআইএম