ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৭:১৯ পিএম, ৩১ জুলাই ২০২১

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে শাহীন (২৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সকালে মাদারগঞ্জ উপজেলার শিধুলী ইউনিয়নের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। শাহীন (২৫) আমতলা এলাকার আব্দুর গফুরের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিধুলী ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, সকালে খাবার খেয়ে শাহীন ব্যাটারির চার্জার খুলতে গিয়ে দুর্ঘটনায় পড়েন।

এএইচ/এমএস