ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় গুলিবিদ্ধ ২ রোহিঙ্গা যুবক উদ্ধার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০২ আগস্ট ২০২১

কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ অবস্থায় দুই রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

রোববার (১ আগস্ট) দিবাগত রাতে তাদেরে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরের তুর্কী হাসপাতালে ভর্তি করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার রাত ৯টার দিকে উখিয়ার কুতুপালং নৌকার মাঠ রোহিঙ্গা ৭নম্বর শিবিরের ডি-ব্লকের আবু সৈয়দ ওরফে আব্দুল্লাহকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ সময় বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন পার্শ্ববর্তী শিবিরের এনামুল হাসান (৩৭)।

পরে অন্য রোহিঙ্গাদের সহযোগিতায় এপিবিএন ‘ব্লক রেইড’ অভিযান চালিয়ে ৪ ঘণ্টা পর অপহৃত আব্দুল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

কক্সবাজার-১৪ এপিবিএন’র অধিনায়ক এসপি মো. নাইমুল হক বলেন, ‘চার ঘণ্টা ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালালে রোহিঙ্গা সন্ত্রাসীরা ভীত হয়ে রোববার দিবাগত রাত ১টার দিকে রোহিঙ্গা শিবির ৮ ইস্টের সংযোগস্থলে খালের পাড়ে অপহৃত আব্দুল্লাহকে রেখে পালিয়ে যায়। গুলিবিদ্ধ এনামুল হাসানকেও উদ্ধার করা হয়েছে। একজনের বাম ও অপরজনের ডান পায়ে গুলির আঘাত রয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম