‘বিদায়কালে এভাবে সম্মান পাবো কখনও ভাবিনি’
দীর্ঘ চাকরিজীবন শেষে অবসরে গেলেন টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল ফারুক আহমেদ। দিনটি স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করে শেষ কর্মস্থল এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকর্মীরা। ফুলসজ্জিত পুলিশ কর্মকর্তার গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেন তারা।
সোমবার (২ আগস্ট) বিকেলে পুলিশ সদস্য ফারুক আহমেদের সংবর্ধনা শেষে ফুল ও বেলুন দিয়ে সাজানো গাড়ির পুলিশ কর্মকর্তার আসনে বসানো হয়। সেই সঙ্গে তার স্ত্রী রিনা বেগম ও মেয়ে রুনা আক্তারকেও তার পাশে বসানো হয়।
এসময় কনস্টেবল ফারুক আহমেদের চোখে-মুখে ছিল কান্নার ছাপ। সৎ ও নিষ্ঠাবান কনস্টেবল ফারুক আহমেদকে বিদায় দিতে গিয়ে তার সহকর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
গাড়িটি ফারুক আহমেদের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানেও তার স্বজনরা আনন্দ প্রকাশ করেন। ব্যতিক্রমী এ আয়োজনের জন্য সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফারুক আহমেদসহ তার পরিবারের সদস্যরা।

ফারুক আহমেদ ১৯৮৬ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। প্রায় ৩৭ বছরে দেশের বিভিন্ন থানায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চাকরিজীবনের শেষ মুহূর্তকে স্মরণীয় করতে বিশেষ আয়োজন করেন তার সহকর্মীরা।
এ বিষয়ে কনস্টেবল ফারুক আহমেদ বলেন, ‘আমি কর্মজীবনে অনেক থানায় দায়িত্ব পালন করেছি। বিদায়কালে এভাবে সম্মান পাবো কখনও ভাবিনি। আমার পরিবারসহ এ সম্মান পেয়ে আমি ধন্য। আমি সহকর্মীদের প্রতি চিরকৃতজ্ঞ।’
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘গত ৯ মাস ধরে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন ফারুক আহমেদ। মঙ্গলবার তিনি অবসরে গেলেন। তাকে বিদায়ী শুভেচ্ছা জানানোসহ, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পরে সুসজ্জিত গাড়িতে করে তিনিসহ তার স্ত্রী ও মেয়েকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।’
আরিফ উর রহমান টগর/আরএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে