৬০ হাজারে চুক্তি, চট্টগ্রামে না নিয়ে নামানো হয় কোম্পানীগঞ্জে
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বুধবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আটকরা রোহিঙ্গারা হলেন- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের হারজিনা (২৪), মো. রফিক (২৯), সাবিকুন নাহার (৩৭), জান্নাত উল্যাহ (২), মো. রশিদ (১৭), খায়রুল আমিন (২৪), জাহেদা বেগম (২২), সাইদুল আমিন (৩০), সামছুন নাহার (১), নুর আলম (২০), জাহিদ হোসেন (১৮), রেয়াজুল ইসলাম (২৯), সাইদুর আলম (১৪), নুর ইসলাম (৬০)।
চরএলাহী ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, দালাল ও মাঝির সঙ্গে ৬০ হাজার টাকা চুক্তিতে শিশুসহ ১৪ জন রোহিঙ্গা গত তিনদিন আগে ভাসানচর থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে পালিয়ে আসে। পরে দালাল চক্র তিনদিন তাদের বিভিন্ন স্থানে ঘুরিয়ে মাছ ধরার বড় নৌকায় করে চরএলাহী ইউনিয়ন এলাকার বামনী নদীর শাখায় হেঞ্জু মাঝির ঘাটে ছেড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
চেয়ারম্যান আরও জানান, বুধবার দুপুরে বামনী নদীর কূলে দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। বিকেলে তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস