ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হিলিতে ইয়াবা ও হেরোইনসহ মা-মেয়ে-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৫ আগস্ট ২০২১

দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকা থেকে মাদকসহ মা-মেয়ে ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর ক্যাম্প পট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকার লিয়াকতের স্ত্রী চায়না বেগম (৪৫), তার মেয়ে শাহিনুর রহমান স্মৃতি (২৬) ও ছেলে মোহাব্বত আলী (১৮)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, মাদক বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চায়না বেগমের বাড়ি থেকে ৮৩ গ্রাম হেরোইন ও এক হাজার ১০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমকেএইচ