বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভনে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলায় ওই ছাত্রীর প্রেমিক সাকিবুল হাসান নামের এক যুবককে অভিযুক্ত করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) রাতে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলাটি করেন। অভিযুক্ত সাকিবুল উপজেলার শাহজাহান আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে সাকিবুলের প্রেমের সম্পর্ক ছিল। সাকিবুল তাকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সাবিকুল কৌশলে বিষয়টি এড়িয়ে যান।
জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৩ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার
- ৪ খাগড়াছড়ির ২০৩ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩
- ৫ অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে