ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৭ আগস্ট ২০২১

নোয়াখালীর চাটখিলে পুলিশ পরিচয়ে গভীর রাতে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। শুক্রবার (৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উওর মানিকপুরের হুমায়ুনের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হুমায়ুন (৪৮) ও তার স্ত্রী শেফালী বেগম (৩৫)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত হুমায়ুনের ভাগনে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খিরিহর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আকরাম হোসেন। তিনি ওমান প্রবাসী। তিনি মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ছয় মাস আগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের বাক্সপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে সাথী আক্তারকে (১৯) বিয়ে করেন। ফোনেই এ বিয়ে সম্পন্ন হয়।

সাথী আক্তার হাজীগঞ্জের একটি মাদরাসার আবাসিক ছাত্রী ছিলেন। করোনাকালীন মাদরাসা বন্ধ হয়ে গেলে বাড়িতে আসেন। প্রেম করে বিয়ে করার কারণে বাড়িতে এলে তার মা-বাবা তাকে বাড়িতে জায়গা দেননি। পরে তিনি শ্বশুরবাড়িতে গেলে সেখানকার লোকজন বিয়ে মেনে না নিয়ে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। আহত হুমায়ুন কবির (মামা শ্বশুর) খবর পেয়ে ভাগনের বউ সাথী আক্তারকে দেড় মাস আগে তার বাড়িতে আশ্রয় দেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাথী আক্তারের বড় বোন গত রোববার রাতে হুমায়ুন কবিরকে মোবাইলে হুমকি দেন।

আহত হুমায়ন কবিরের অভিযোগ, সাথীর বড় বোনই সন্ত্রাসী পাঠিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন। তার বোন শ্বশুরবাড়িতে না উঠে তার (হুমায়ুন) বাড়িতে ওঠার কারণে ক্ষুব্ধ ছিলেন।

তিনি আরও জানান, শুক্রবার গভীর রাতে ১০-১২ জন অস্ত্রধারী মুখোশ পরিহিত সন্ত্রাসী পুলিশ প্রশাসনের লোক পরিচয়ে তার ঘরে ঢোকেন। পরে খাটেই সাত থেকে আটজন তাকে কোপাতে থাকেন। এসময় হুমায়ুনের স্ত্রী শেফালী বেগম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম