ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উচ্চ পর্যায়ের ব্যক্তিদের পরিচয়ে চাঁদাবাজি-প্রতারণা, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১০:০৩ পিএম, ১০ আগস্ট ২০২১

গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে উচ্চ পর্যায়ের ব্যক্তি ও সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. শরীফ উদ্দীন ওরফে শেখ আকাশ আহম্মেদ শরীফ নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপরে সংবাদ সম্মেলনে জিএমপি ডিবি দক্ষিণের উপ-কমিশনার মোহাম্মদ নুরে আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেফতার শরীফ বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা, বেঙ্গল গ্রুপের পরিচালক, সময় টিভির সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালক, এফবিসিসিআই’র পরিচালক হিসেবে এবং ৩৬তম বিসিএস ক্যাডার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে মানুষের সঙ্গ প্রতারণা করে আসছিল। শরীফের মোবাইল ও ফেসবুক আইডিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার এডিট করা ছবি পাওয়া যায়।’

উপ-কমিশনার মোহাম্মদ নুর আরও বলেন, ‘গ্রেফতারকালে তার কাছে থাকা চারটি আইডি কার্ড, দুটি মোবাইল ফোন, একজোড়া হ্যান্ডকাফ, গাড়িতে ব্যবহারের জন্য তিনটি লেমেনেটিং করা স্টিকার ও প্রধানমন্ত্রীর নামসহ একটি সিল এবং বিভিন্ন সময়ে প্রতারণার কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার জব্দ করা হয়। একই সময়ে তার কাছ থেকে ২২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা ও মাদকসহ ৪টি মামলা করা হয়েছে।’

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম