নড়াইল ও কালিয়ায় ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
নড়াইল পৌরসভা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জমান হাসানসহ অপর বিদ্রোহী প্রার্থী আঞ্জুমান আরা।
দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন তারা। এছাড়া ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশিকুর রহমান বেগ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এদিকে, কালিয়ায় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী উৎপল কুমার ঘোষ, ২ নম্বর ওয়ার্ডের রাজিব কুমার দাস ও ৭ ওয়ার্ডের রুবেল মোল্লা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
রোববার দুপুর আড়াইটা পর্যন্ত দুই মেয়র প্রার্থীসহ চার কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
হাফিজুল নিলু/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান