লক্ষ্মীছড়িতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
পার্বত্য খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ১০ কেজি গাঁজাসহ ধুনচাই মারমা (২১) ও সুইচিং মারমা (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে লক্ষ্মীছড়ির মাস্টারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সেনাবাহিনী তাদের আটক করে।
এ সময় তাদের কাছে থাকা ১০ কেজি গাঁজা, পাঁচ লিটার চোলাই মদ এবং নগদ টাকা জব্দ করে।
লক্ষ্মীছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. রাশেদুজ্জামান রাশেদ বলেন, মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত পাহাড়ের সন্ত্রাসী গ্রুপগুলোকে চাঁদা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। মাদক কারবীদের ব্যবসার সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।
জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্যসহ তাদের লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীছড়ির থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ন কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/এমএস