ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৬ আগস্ট ২০২১

মুন্সিগঞ্জ সদরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে রিয়াজ (২২) নামের এক গাড়িচালক আত্মহত্যা করেছেন।

সোমবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে সদর উপজেলার রামপালের কাজীকসবা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ পটুয়াখালী জেলার উত্তর ধরানদি এলাকার দলু শেখের ছেলে। তিনি স্থানীয় রামপাল এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রিয়াজ মাদকাসক্ত ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে বাবা-মা ও স্ত্রীর সঙ্গে তার কলহ চলছিল। রোববার (১৫ আগস্ট) মাদকের বিষয়কে কেন্দ্র করে বাবা দলু শেখ তাকে বকাঝকা করেন। স্ত্রী জোসনার সঙ্গেও তার কলহ হয়। সোমবার সকালে স্ত্রী রান্না করতে গেলে ঘরের দরজা আটকে দেন রিয়াজ। পরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস