ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৬ আগস্ট ২০২১

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলী বাজার এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

ফার্মেসি দুটি হলো-নাজমুস ছাকিব ফার্মেসি ও নূরে মদিনা ফার্মেসি। ফার্মেসি দুটিকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ পণসামগ্রী রাখায় মদিনা স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল হাসান ও থানা পুলিশের একটি টিম।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এএসএম