ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ক্রেতা সেজে ইয়াবাসহ ৪ ব্যবসায়ীকে আটক

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ১১:২৫ এএম, ১৭ আগস্ট ২০২১

ক্রেতা সেজে মৌলভীবাজার শহর থেকে ৯৮৫ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (১৬ আগস্ট) রাতে মৌলভীবাজার শহরের সদর হাসপাতাল এলাকা থেকে এই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকরা হলেন- সোহেব মিয়া (৩৮), জাহিদুল ইসলাম শিমুল (২৭), আনকার মিয়া (২১) এবং জিয়াউর রহমান (২৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, বিভাগীয় স্টাফদের একটি টিম সোমবার রাতে অভিযান চালায়। ক্রেতা সেজে তাদের সদর হাসপাতাল এলাকা থেকে ৯৮৫ পিস ইয়াবাসহ চার যুবককে আটক করা হয়।

মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক হাবিব তৌহিদ ইমাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টায় এ অভিযান শুরু হয়। এরপর থেকেই মাদক ব্যবসায়ীরা অবস্থান পরিবর্তন করে আমাদের বিভ্রান্ত করতে থাকে। এক পর্যায়ে রাত ১০টার দিকে আমরা তাদের আটক করতে সফল হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মৌলভীবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আব্দুল আজিজ/এসজে/জিকেএস