ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় পুলিশের ওপর হামলা, কাউন্সিলরসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৭ আগস্ট ২০২১

বগুড়া সারিয়াকান্দিতে পুলিশের ওপর হামলার অভিযোগে পৌর কাউন্সিলরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-সারিয়াকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ রনি (৩৫) ও তার বড় ভাই হিরক আহমেদ জনি (৩৮)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আপেলের বড় ভাই হিরক আহমেদ জনির নামে চাঁদাবাজি মামলায় ওয়ারেন্ট ছিল। এ জন্য তাকে গ্রেফতার করতে তাদের বাড়িতে পুলিশ অভিযান চালায়। কিন্তু এ সময় আপেল পুলিশের সঙ্গে খারাপ আচরণ করে তাদের ওপর হামলা করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/এমকেএইচ