মৌলভীবাজারে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
মৌলভীবাজার পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান অলির মনোনয়ন বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সোমবার দুপুরে তার আইনজীবী আনোয়ার আক্তার চৌধুরী শিউলি বিষয়টি নিশ্চত করেছেন।
এর আগে গত ১১ ডিসেম্বর বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমানের আপিল খারিজ করেন জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ।
মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ আয়কর রির্টানের রশিদের কপি না থাকায় গত ৬ ডিসেম্বর অলিউর রহমানের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন বিএনপি নেতা অলিউর রহমান। শুনানি শেষে কর্তৃপক্ষ আপিল খারিজ করে দেন।
পরে হাইকোর্টে এ বিষয়ে আপিল করেন অলিউর রহমান অলির আইনজীবীরা। দুপুরে তার মনোনয়ন বৈধ বলে রায় দেন হাইকোর্ট।
মৌলভীবাজার পৌরসভায় মেয়র পদে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট পাঁচজন। অলিউর রহমান অলির প্রধান প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান।
ছামির মাহমুদ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান