ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধুনটে অতিরিক্ত দামে সার বিক্রি, বিপাকে কৃষক

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১৯ আগস্ট ২০২১

বগুড়ার ধুনটে কৃষকদের কাছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। এতে চরম বিপাকে পড়েছেন উপজেলার অন্তত ৫৫ হাজার কৃষক।

জানা যায়, উপজেলায় বিসিআইসি অনুমোদিত ১১ জন সার পরিবেশক (ডিলার) রয়েছেন। তাদের আগস্ট মাসে যে পরিমাণ বরাদ্দ দেয়া হয়েছে সেই অনুযায়ী সার সরবরাহ করা হয়নি। কিন্তু বরাদ্দ অনুযায়ী টাকা জমা দিলেও মজুত না থাকায় সার আনা যাচ্ছে না। প্রায় এক সপ্তাহ ধরে এ সংকট চলছে।

উপজেলা সদরের ডিলার ইয়াকুব আলী বলেন, বাফার গুদামে মজুত না থাকার কারণে সার আনা সম্ভব হচ্ছে না। সরকার নির্ধারিত দামের চেয়ে কোনো বাড়তি টাকায় সার বিক্রি করা হচ্ছে না।

উপজেলার ধেরুয়াহাটির জাকির হোসেন, শ্যামগাতী গ্রামের নবীর উদ্দিন ও নলডাঙ্গা গ্রামের ফেরদৌস আলমসহ কয়েকজন কৃষক জানান, সার সংকটের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করছেন। সরকারিভাবে প্রতি বস্তা ইউরিয়ার দাম ৮০০ টাকা নির্ধারণ করা হলেও নেওয়া হচ্ছে ৯৫০ টাকা। টিএসপি প্রতি বস্তা ১ হাজার ১০০ টাকার জায়গায় ১ হাজার ২০০ টাকা, এমওপি ৭৫০ টাকার বদলে ৯৫০ টাকা, ডিএপি ৮০০ টাকার জায়গায় ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রির পর রসিদও দেওয়া হচ্ছে না।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক বলেন, বাফার গুদামে সারের মজুত নেই। এ কারণে সারের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। তবে এই সংকট দ্রুত কেটে যাবে।

এফআরএম/জেআইএম