বাবার মৃত্যুশোক সইতে পারলেন না ছেলে
হবিগঞ্জে বাবার মৃত্যুশোক সহ্য করতে না পেরে পাঁচ ঘণ্টা পর মারা গেছেন ছেলেও। রোববার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতরা হলেন- গোলাম কিবরিয়া ওরফে দিলু মাস্টার (৭০) ও তার ছেলে মো. রুবেল মিয়া (৩৫)। সোমবার দুপুরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুল ইসলাম ফজল বলেন, দিলু মাস্টার দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি অবসরে বাড়িতে অবস্থান করছিলেন। তার ছেলে মো. রুবেল মিয়া পল্লী চিকিৎসক হিসেবে উচাইল বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, রোববার দিলু মাস্টার হৃদরোগে আক্রান্ত হন। তাকে নিয়ে ছেলে রুবেল মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। রাতেই অ্যাম্বুলেন্সে করে বাবার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। বাড়ি ফেরার পর কান্না করতে গিয়ে অজ্ঞান হন রুবেল মিয়া। দীর্ঘক্ষণ পরও তার জ্ঞান না ফেরায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস