ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক ও অটোরিকশা বোঝাই করে লুটের মালামাল নিয়ে গেলো ডাকাতদল

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৪ আগস্ট ২০২১

পাবনায় স্বর্ণের দোকানসহ চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সোমবার (২৩ আগস্ট) মধ্যরাতে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ডাকাতদল প্রায় ১৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

Pabna-(3).jpg

মালঞ্চি বোর্ড বাজার এলাকার স্থানীয়রা জানান, সোমবার রাতে ব্যবসায়ীরা অন্যান্য দিনের মতো নিজেদের প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। রাত আনুমানিক দেড়টার দিকে একদল ডাকাত ছোট একটি ট্রাক ও দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাজারে প্রবেশ করে। ডাকাতদের দেখে বাজারের পাহারাদাররা এগিয়ে এলে তাদের অস্ত্রের মুখে বসিয়ে রাখা হয়। এরপর তারা একটি স্বর্ণের দোকানসহ চারটি দোকানের তালা কেটে ও ভেঙে ভেতরে ঢোকেন। পরে লুট করা মালামাল ট্রাক ও অটোরিকশায় করে নিয়ে যান।

Pabna-(3).jpg

পাবনার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

আমিন ইসলাম জুয়েল/এসআর/এমএস