ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়, গ্রেফতার ২

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৫ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে শিপন ব্যাপারী (২৮) ও মো. আব্দুস সালাম (৫১) নামে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৫ আগস্ট) দুপুরে র‌্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, আসামিরা সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট এলাকায় দোকানদারদের হামলা এবং ক্ষয়ক্ষতির ভয় দেখাতেন। ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক প্রতি দোকান থেকে ২০০ থেকে ৫০০ টাকা চাঁদা আদায় করতেন তারা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এস কে শাওন/ এফআরএম/এমকেএইচ