রংপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
রংপুরে মালবাহী ট্রলিচাপায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরেকজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের মডার্ন মোড় সংলগ্ন ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলযোগে পলাশ ও সিয়াম নামে দুই যুবক শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলে পলাশ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন মারা যান তিনি।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
জিতু কবীর/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ