পায়ে হেঁটে হজ করা সেই হাজিকে হেয়ারিং এইড উপহার দিলেন ডিসি
পায়ে হেঁটে হজ করা মহি উদ্দীন হাজিকে একটি হেয়ারিং এইড (কানে শোনার মেশিন) উপহার দিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) খালেদ মোহাম্মদ জাকী।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে নিজ হাতে হাজি মহি উদ্দীনের কানে হেয়ারিং এইড লাগিয়ে দেন ডিসি।
গত ১৯ আগস্ট ‘পায়ে হেঁটে হজ করা মহি উদ্দীনের বয়স এখন ১১৫, মনে আছে সব স্মৃতি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে জাগোনিউজ২৪.কম।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দিনাজপুর সদর উপজেলার রামসাগর দিঘীপাড়া গ্রামের মৃত ইজার উদ্দীন ও মসিরন নেছার ছেলে মহি উদ্দীন। তিনি জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সাবেক ইমাম। তিনি ১৯৬৮ সালে পায়ে হেঁটে হজ করেছিলেন।

পায়ে হেঁটে হজ করতে সৌদি যাওয়া এবং সেখান থেকে ফিরে আসতে তার সময় লেগেছিল ১৮ মাস। এ ১৮ মাসে তিনি পাড়ি দিয়েছেন কয়েক হাজার কিলোমিটার পথ। এ সময় তিনি সফর করেছেন ৩০টি দেশ। যে দেশগুলো তিনি সফর করেছেন সে দেশগুলোর নাম এখনো মুখস্ত বলতে পারেন।
১৯০৬ সালের ১০ আগস্ট জন্ম নেয়া এই অদম্য মানুষটি বয়স এখন ১১৫ বছর। তবে তিনি এখনও চোখে দেখতে পেলেও কানে শুনতে পারেন না। এজন্য তার একটি কানে শোনার মেশিন প্রয়োজন। তবে অর্থাভাবে মেশিনটি কিনতে পারছেন না।
জাগো নিউজে প্রকাশিত প্রতিবেদনটি দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর নজরে আসে। তিনি সঙ্গে সঙ্গে প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে হেয়ারিং এইড দেয়ার ইচ্ছা পোষণ করেন।

বিষয়টি হাজী মহি উদ্দীনের পরিবারকে জানানো হলে বৃহস্পতিবার তারা হাজিকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এ সময় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী হেয়ারিং এইডটি হাজি মহি উদ্দীনের কানে লাগিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, এনডিসি এমদাদুল হক শরিফ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওয়াহেদুল আলম আটিষ্ট, পরিবেশবিদ মোসাদ্দেক হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, জাগো নিউজ আমি সবসময় দেখে থাকি। জাগো নিউজ অন্যান্য খবরের পাশাপাশি মানবিক সংবাদগুলোও গুরুত্ব দিয়ে প্রকাশ করে। যার ফলস্বরূপ হাজি মহি উদ্দীনকে হেয়ারিং এইড উপহার দিতে পারলাম।
এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম