গোবরের স্তূপে ডুবে প্রাণ গেলো শিশুর
ফাইল ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় গোবরের স্তূপের পানিতে ডুবে লিমন ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
শিশু লিমন ইসলাম ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে একটি গোবরের স্তূপের পানিতে পড়ে যায় শিশু লিমন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে গোবরের স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করে।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য বলা হয়।
রবিউল হোসেন/এসআর/এএসএম