ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামুতে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২১

 

কক্সবাজারের রামুতে পুকুরে ডুবে জিয়া (৬) ও জনি (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ আগস্ট) জোয়ারিনালা ইউনিয়নে বেলা ১১টার দিকে মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জিয়া জোয়ারিয়ানালা ইউনিয়নের পুর্বমুরা পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং জনি একই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী ছুরুত আলমের ছেলে। তারা দুজন স্থানীয় নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, সকালে মাদ্রাসা থেকে ফিরে পুকুরের পাশেই খেলছিলো জিয়া ও জনি। অনেকক্ষণ পরে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে খুঁজতে শুরু করেন সবাই। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

সায়ীদ আলমগীর/ এফআরএম/এমএস