ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২ রোহিঙ্গা

টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২১

টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুলের নেতৃত্বে উনচিপ্রাং ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকরা হলেন-উনচিপ্রাং ক্যাম্পের সৈয়দ হোসেনের ছেলে জামাল হোসেন এবং কুতুপালং ক্যাম্পের ইমান হোসনের ছেলে নুরুল হক।

সিরাজুল মোস্তফা মুকুল বলেন, আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় উখিয়া-টেকনাফ থেকে সম্পূর্ণরূপে মাদক নিয়ন্ত্রণ করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এফআরএম/এমকেএইচ