ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মা-ছেলে অপহরণ: আত্মগোপনে থাকা লুৎফর রহমানকে উদ্ধার

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২৯ আগস্ট ২০২১

মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় আত্মগোপনে লুৎফর রহমানকে উদ্ধারের পর বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) দুপুরে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, স্ত্রী-সন্তানকে অপহরণের পর ভয়ে লুৎফর রহমান আত্মগোপনে ছিলেন। পরে চিরিরবন্দর থানার পুলিশ তাকে উদ্ধার করে। পরে আদালতের মাধ্যমে তাকে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, আত্মগোপনে থাকা কোনো ব্যক্তিকে নির্ভয় প্রদান করে উদ্ধার করা পুলিশের দায়িত্ব। সে হিসেবে তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট চিরিরবন্দরের নান্দেরাই সালেমান শাহ পাড়ার লুৎফর রহমানের বাড়িতে ডিবি পরিচয়ে ৬-৭ ব্যক্তি প্রবেশ করে। তারা ভয়ভীতি দেখিয়ে বাড়ির জিনিসপত্র তছনছ করে। তারা লুৎফর রহমানকে না পেয়ে স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীর আলমকে তুলে নিয়ে যায়। পরে তারা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। স্বজনরা আট লাখ টাকা দিবে বলে সম্মত হলে পুলিশ কৌশলে দশমাইল এলাকা থেকে অপহরণকারীদের আটক করে।

এ ঘটনায় অপহৃত জাহাঙ্গীর আলম ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক, মাইক্রোবাস চালক হাবিব, নিমনগর বালুবাড়ি এলাকার এনামুল হকের ছেলে ফসিহ উল আলম পলাশকে আসামি করা হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমকেএইচ