ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে স্কুলে আধুনিক ওয়াশ ব্লক ‘কন্যা সাহসিকার’ উদ্বোধন

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

শরীয়তপুর কালেক্টরেট স্কুলে নবনির্মিত আধুনিক ওয়াশ ব্লক উদ্বোধন করা হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘কন্যা সাহসিকা’। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে ব্লকটির উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক ডিসি পারভেজ হাসান।

school1

জেলা প্রশাসক বলেন, বয়ঃসন্ধিকালে আমাদের কন্যা কিশোরীরা যখন স্কুলে আসে, তখন মাসের একটি বিশেষ সময় স্কুলে এসে তারা বিব্রতবোধ করে। এ সময়টাতে ওরা যাতে সুস্থ ও সুন্দরভাবে অতিবাহিত করতে পারে সেজন্য আমরা একটি ওয়াশ ব্লক নির্মাণ করেছি। এর নাম দেওয়া হয়েছে ‘কন্যা সাহসিকা’। ওয়াশ ব্লকের পাশেই একটি বিশ্রামাগার, একটি ছোট লাইব্রেরি রয়েছে। হাত-মুখ ধোয়ার ব্যবস্থা ও টয়লেটও রয়েছে। কিশোরীদের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দিয়েছি।

school1

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাইসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

school1

কয়েকজন শিক্ষার্থী জানায়, আগে স্কুলে এ ধরনের ব্যবস্থা ছিল না। আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত ও মনোরম পরিবেশের ওয়াশ ব্লক পেয়ে আমরা খুশি।

মো. ছগির হোসেন/এসআর/এমএস