ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু, মামা-মামি আটক

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২১

মামার বাড়ি বেড়াতে গিয়ে মারা গেছে সাত বছরের এক শিশু। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে নড়াইল পৌরসভার ভওয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই শিশুর বাবা রাজধানীর মিরপুরে থাকেন। গত কয়েকদিন আগে শখ করে মামার বাড়িতে বেড়াতে আসে। তার মামা হাফিজুর রহমান নড়াইল পৌরসভার ভওয়াখালি গ্রামের নয়ন নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়ায় থাকেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজুর রহমান জানান, ভোর ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন তার মামা হাফিজুর রহমান ও মামি তানিয়া খানম। তারা ওই শিশুর জ্বর হয়েছে বললেও আলামত দেখে মনে হয়েছে ধর্ষণের শিকার হয়েছে শিশুটি। পরে খবর দিলে পুলিশ ওই শিশুর মামা-মামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত কবির বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

হাফিজুল নিলু/আরএইচ/এমএস