বিলে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে বিলের পানিতে ডুবে মাহিম হোসেন (১৪) ও সিয়াম (১৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আরডিআরএস সংলগ্ন সুন্দ্রাহবি নাউখাওয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
সিয়াম উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মিঠু রহমানের ছেলে ও মজিবর রহমানের ছেলে মাহিম।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রজেক্টে গোসল করতে নামে চার বন্ধু। এ সময় দুজন উঠে আসতে পারলেও সিয়াম ও মাহিম ডুবে যায়।

ওপরে উঠে আসা দুজনের চিৎকারে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। এক ঘণ্টা পর স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় বলেন, হাসপাতালে নেয়ার আগেই তারা মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, মাছের প্রজেক্টে বালু থাকায় সেখানে তারা তলিয়ে যায়। এ বিষয় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
রবিউল হাসান/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে রাখা হলো শহীদ ওসমান হাদির নামে
- ২ সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ
- ৩ আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন: এটিএম আজহার
- ৪ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইয়ে গিয়ে আ’লীগ-কৃষকলীগ নেতা আটক
- ৫ ঢাকায় ভবন-ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের, বার্ষিক আয় ৯৪ লাখ টাকা