ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভুয়া দলিলে ভূমিদস্যুর দখলে ২০০ একর জমি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

লক্ষ্মীপুরে জিল্লুর রহিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া দলিল দেখিয়ে ২০০ একর ভূমি দখলের অভিযোগ উঠেছে। দখলে থাকা জমি উদ্ধারে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় দখল করা ভূমি উদ্ধারে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কুশাখালী ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ভুক্তভোগী পরিবার।

মানববন্ধনে ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, ভুয়া দলিল দিয়ে জোর করে জমি দখল করে রেখেছে। আমরা আমাদের জমি ফেরত চাই।

নয়ন বেগম নামে আরেক ভুক্তভোগী জাগো নিউজকে বলেন, আমরা বিচার চাই। আমাদের অবস্থাটা তুলে ধরবেন আপনারা।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারগুলোর অনেকে উপস্থিত ছিলেন।

এমকেআর/এমএস