ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে গ্রাম আদালতে হামলা, সহকারী আহত

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালী বেগমগঞ্জে গ্রাম আদালতে হামলা, ভাঙচুর ও ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় আদালতের সহকারী নিজাম উদ্দিন মাহমুদ (৪০) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা দিকে উপজেলার ১নং আমানুল্যাপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে এ ঘটনা ঘটে।

আমানুল্যাপুর ইউপি চেয়ারম্যান মো. আরিফুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয় রাসেল ও রাজুর নেতৃত্বে একদল সন্ত্রাসী গ্রাম আদালতের কার্যালয় ভাঙচুর করে। এতে বাধা দেয়ায় আদালতের সহকারী নিজাম উদ্দিন মাহমুদকে পিটিয়ে জখম করে। এসময় ককটেলের বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রাসেল জন্ম সনদের জন্য ইউপি কার্যালয়ে গেলে পরিষদের সহকারী নিজাম কাজ আছে বলে একটু বসতে বলেন। পরে দুইজনের মধ্যে তর্ক হলে নিজামকে মারধর এবং ভাংচুর করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম