ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পেটের ভেতরে ১৮০০ ইয়াবা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০১:২৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেটের ভেতর করে ইয়াবা পাচারের সময় মো. নুর হোসেন (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নুর হোসেন কক্সবাজারের টেকনাফ থানার জাদিমোড়া এলাকার মৃত রশীদের ছেলে।

Ngonj-(2).jpg

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, নুর হোসেন দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কেনা-বেঁচা ও সরবরাহ আসছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এস কে শাওন/এফআরএম/এমএস