ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে মরদেহ উদ্ধারের চার মাস পর হত্যা মামলা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালীর সেনবাগে বিল্লাল হোসেন নামে একজনের মরদেহ উদ্ধারের চার মাস পর আদালত তিন আসামির বিরুদ্ধে হত্যা মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) নিহতের ভাই মো. মোফাজুল হোসেনের দায়ের করা অভিযোগটি হত্যা মামলা (নম্বর-৫) হিসেবে রুজু করা হয়েছে।

আসামিরা হলেন- সেনবাগের ফতেহপুরের বেলাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৭), শায়েস্তানগরের তোফাজ্জল হোসেনের ছেলে আরাফাত হোসেন বাবু (২৩) এবং বেগমগঞ্জের লাউতলী গ্রামের মমিন উল্যাহর ছেলে মোশারফ হোসেন (২৪)।

রোববার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

অভিযোগে বলা হয়, গত ১৬ মে পূর্ব শত্রুতার জেরে আসামিরা সেনবাগের আবদুল গফুরের ছেলে বিল্লাল হোসেনকে টেলিফোনে ডেকে নিয়ে হত্যা করে সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে প্রচার করে। ওই রাতে মরদেহ দাফন করা হয়। পরে আসামিদের আচরণে সন্দেহ হওয়ায় নিহতের ভাই আদালতে হত্যা মামলার অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি এফআইআর করতে সেনবাগ থানাকে নির্দেশ দেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা জানান, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইকবাল হোসেন মজনু/এমএইচআর/জেআইএম