নেত্রকোনায় যুবককে কুপিয়ে হত্যা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের ফেরিরচর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক যুববকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের ফেরিরচর গ্রামে পূর্ব শত্রুতার জেরে মৃত নায়েব আলীর ছেলে আমিনুল ইসলামকে (২৫) শুক্রবার সকাল ১১টার দিকে একই গ্রামের দুদু মিয়া মুহুরীসহ তার লোকজন কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। স্থানীয়রা জানান, আমিনূলের সঙ্গে দুদু মিয়ার দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিরঞ্জন দেব জাগো নিউজকে জানান, দু`পক্ষের মধ্যে বিরোধ থাকায় দুদু মুহুরী আমিনুলকে কুপিয়ে হত্যা করে। নিহত আমিনুলের মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কামাল হোসাইন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের