আড়াইহাজারে কলহের জেরে দুইজনের আত্মহত্যা
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে পৃথক আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে ও দুপুরে উপজেলার মাঝেরচর ও লালুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সদর পৌরসভার মাঝেরচর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে রাকিবুল ইসলাম (২০) ও লালুরকান্দি গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রহমানের ছেলে আউয়াল (৫৫)।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুন বলেন, মঙ্গলবার দুপুরে পারিবারিক কলহের জেরে আউয়াল কীটনাশকজাতীয় ওষুধ খেয়ে ও রাতে রাকিবুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপিতে যোগদানের পর আ’লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
- ২ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ৩ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৪ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৫ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল