ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের ৪ দিন পর বিলে মিললো যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১

নিখোঁজের চারদিন পর বিল থেকে বিকাশ চন্দ্র দাস (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ সেপ্টেম্বর) গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিকাশ চন্দ্র দাস পূবাইলের ছিপলিয়া এলাকার মৃত বিভীষণ চন্দ্র দাসের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুর রহমান জানান, গত বুধবার (১৫ সেপ্টেম্বর) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন বিকাশ চন্দ্র দাস। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার বিলে এক যুবকের মরদেহ দেখে জেলেরা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম