ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নির্যাতনের কারণে স্বামীকে হত্যা, স্বীকার স্ত্রীর

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৫:৫৯ এএম, ২০ সেপ্টেম্বর ২০২১

ভোলার লালমোহনে স্বামীর গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যার ঘটনায় স্ত্রী নুর নাহার বেগমকে (৩২) আটক করেছে পুলিশ।

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের বালুর টেক এলাকা থেকে তাকে আটক করা হয়।

নিহতের নাম মো. আব্দুল মান্নান বেপারী (৪০)। তিনি কাঠের ব্যবসায়ী ছিলেন। উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বসতঘরে গলা ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ ঘটনার পর নুর নাহার তার দুই সন্তান নিয়ে পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, আটকের পর নিহতের স্ত্রী নুর নাহার বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন।

নুর নাহার জানান, স্বামী আব্দুল মান্নান তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। নির্যাতনের কারণে তিনি তাকে রোববার ভোর ৬টার দিকে হত্যা করেন।

এ বিষয়ে নিহতের ভাই আব্দুল মোতালেব বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/