ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে মিলন মালিথা (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মিলন বাহিরমাদী টলটলিপাড়া গ্রামের আকাল মালিথার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মিলন মালিথা বাড়ির পাশের মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মিলন ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আল-মামুন সাগর/আরএইচ/এএসএম