প্রধানমন্ত্রীর জন্মদিনে ফেনীতে টিকা নিলেই মিলছে বিস্কুট-পানি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে করোনা টিকা গ্রহণ করলেই দেওয়া হচ্ছে এক প্যাকেট বিস্কুট ও এক বোতল পানি। ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদের সামনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে আজ দেড় হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হবে।

ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন বলেন, প্রান্তিক জনপদের মানুষের মধ্যে টিকা গ্রহণে ভীতি কাটিয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা। এ সময় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক যোবায়ের হোসেনসহ বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নুর উল্লাহ কায়সার/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে রাখা হলো শহীদ ওসমান হাদির নামে
- ২ সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ
- ৩ আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন: এটিএম আজহার
- ৪ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইয়ে গিয়ে আ’লীগ-কৃষকলীগ নেতা আটক
- ৫ ঢাকায় ভবন-ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের, বার্ষিক আয় ৯৪ লাখ টাকা