ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতা নিহত

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

ট্রাকের ধাক্কায় শামীম রেজা (৩৫) নামে উপজেলা যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের মৃত সুলতান বিশ্বাসের ছেলে ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসার কাজে মোটরসাইকেলে করে যশোরে যাচ্ছিলেন শামীম। নতুনহাট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেলে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলন রহমান/জেডএইচ/জেআইএম