ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৩ অক্টোবর বরেন্দ্র এক্সপ্রেস চালু রাখার দাবি

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের যাতায়াতের জন্য বাংলাবান্ধা এক্সপ্রেসে বগি সংযোজন ও বরেন্দ্র এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গত কয়েকদিন স্টেশনে ঘুরে টিকিট না পেয়ে তারা এ দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, দিনাজপুর-রাজশাহী রেল সড়কে দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। বরেন্দ্র এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেস এ রুটে চলাচল করলেও রোববার বরেন্দ্র এক্সপ্রেস বন্ধ থাকে। অন্যদিকে বাংলাবান্ধা এক্সপ্রেসেও আসন সংখ্যা সীমিত। ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

রেলওয়ে সূত্র জানায়, বাংলাবান্ধা এক্সপ্রেসে পঞ্চগড় ও ঠাকুরগাঁও স্টেশনে ২৬টি করে আসন, পীরগঞ্জ ও দিনাজপুরের সেতাবগঞ্জে ১০টি করে আসন, দিনাজপুরে ৫০আসন, পার্বতীপুরে ৪০ আসন, ফুলবাড়ীতে ১০ আসন ও বিরামপুরে ২০ আসন বরাদ্দ রয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার জন্য এ ট্রেনে ১৯২ আসন বরাদ্দ রয়েছে। এ আসন সংখ্যা অন্য সময়ে চাহিদা মিটলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় অংশ নিতে ভর্তিচ্ছুরা বাংলাবান্ধা এক্সপ্রেসের টিকিটের জন্য হাহাকার শুরু করেছে।

দিনাজপুর শহরের গনেশতলা এলাকার মো. ওয়াহেদুল আলম নামের এক অভিভাবক জানান, সকাল থেকে টিকিটের জন্য কাউন্টার, স্টেশনমাস্টার ও স্টেশন সুপারিনটেনডেন্টের কাছে ছুটলেও কোনো টিকিট পাননি।

jagonews24

আঞ্জুমান আরা নামের এক শিক্ষার্থী জানান, অনলাইনে না পেয়ে দিনাজপুর রেলওয়ে স্টেশন কাউন্টারে সকাল সাড়ে ৮টায় এসেও টিকিট পাননি।

এ বিষয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট এবিএম জিয়াউর রহমান জাগো নিউজকে বলেন, পরীক্ষার জন্য বাংলাবান্ধা এক্সপ্রেসের টিকিটের জন্য চাহিদা বেড়েছে। মানুষ টিকিট নিতে এসে ঘুরে যাচ্ছেন। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি।

উল্লেখ্য, আগামী ৪-৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিটে এক লাখ ৩৫ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম