বসুরহাটে প্রতিবাদ সভা পণ্ড, আটক ৩
ফাইল ছবি
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের ডাকা প্রতিবাদ সভা পণ্ড করে দিয়েছে পুলিশ। এসময় পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড থেকে তার তিন অনুসারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হচ্ছেন, ৩ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে শাহাদাত হোসেন (২৯), একই এলাকার শাহ আলমের ছেলে ওলি উল্যাহ (২৯) ও মৃত মনির আহম্মদের ছেলে আবু তাহের (৩৪)।
শনিবার (২ অক্টোবর) বিকেলে পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা করতে চেয়েছিলো। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ র্যাব মোতায়েন রয়েছে।
এর আগে শনিবার (২ অক্টোবর) বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন মেয়র কাদের মির্জা। তার এ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম