ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০৩ অক্টোবর ২০২১

বগুড়ার শেরপুরে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. বজলুর রশিদ (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তর পেঁচুল গ্রামে তার মৃত্যু হয়। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে মরিচ ক্ষেত্রে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজলুর রশিদ ঘটনাস্থলে মারা যান। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরএইচ/জেআইএম