বগুড়ায় মাদকসহ ২ কারবারি গ্রেফতার
বগুড়ায় ৩৩৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৪ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের গাড়ীদহ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিয়ারা এলাকার আক্কাছ আলীর ছেলে আশিক বাবু (২৪) এবং একই এলাকার আলম।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-ঢাকা মহাসড়কের ওই এলাকায় বাসস্ট্যান্ডের অস্থায়ী টিকিট কাউন্টারের সামনে মাদক বিরোধী বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। পরে প্রাইভেটকার থেকে ৩৩৮ বোতল ফেনসিডিল, মোবাইল এবং নগদ টাকাসহ আশিক বাবু ও আলমকে গ্রেফতার করে র্যাব। জব্দ করা হয় প্রাইভেট কারটিও।
তিনি আরও জানান, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এফআরএম/জেআইএম